টেকনাফে বিদেশী পিস্তল ও ৩টি অ্যামুনেশনসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল ও তিনটি অ্যামুনেশনসহ আমির হামজা (৩৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর রাতে হোয়াইক্যং দৈংগা কাটা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১৫র সদস্যরা।

আটক আমির হামজা টেকনাফের হোয়াইক্যং দৈংগা চার নং ওয়ার্ডের মৃত আবুল হোছনের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫র অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদে দৈংগা কাটা এলাকায় এক মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের তথ্য জানতে পেরে র‌্যাব-১৫র সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল ও তিনটি এ্যামুনেশনসহ একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ব্যক্তি টেকনাফের চিহ্নিত অস্ত্র কারবারী।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ অস্ত্র কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, র‌্যাবের ক্রমাগত অস্ত্র বিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কক্সবাজারের টেকনাফসহ পার্শ্ববর্তী এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাই, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধে জড়িত বেশ কয়েকটি অস্ত্র কারবারীর তথ্য পাওয়া যায়। এমন পরিস্থিতিতে বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-১৫ কক্সবাজার ও টেকনাফসহ পার্শ্ববর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।