চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের বরণ, বিদায় ও সাধারণ শিক্ষাসফর অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের বরণ, বিদায় ও সাধারণ শিক্ষাসফর চবি উদ্ভিববিজ্ঞান উদ্যানে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. এম. আবদুল গফুর ও প্রফেসর ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম।

চবি উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে চমৎকার পরিবেশ বিরাজ করছে। শিক্ষর্থীরা বিভিন্ন উৎসব পালনের মাধ্যমে ক্যাম্পাসকে মুখরিত করে রেখেছে। এটা সকলের জন্য অত্যন্ত আনন্দের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, একাডেমিক ও গবেষণা প্রকল্প স্থাপনসহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীরা এর সুযোগ-সুবিধা ভোগ করছে এবং অন্যান্য কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান হবে মর্মে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায়ীরা আজ থেকে এ বিশ্ববিদ্যালয়ের এলামনাই। এলামনাইরা হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের সম্পদ। দেশ-বিদেশে তাদের যোগ্যতর অবস্থান এ বিশ্ববিদ্যালয় পরিবারকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে; এটা সকলের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষকগণ জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করে কী হবে, সে অর্জিত ‍পুরষ্কারের জ্ঞান যদি শিক্ষার্থীদের মাঝে প্রতিফলিত না হয়? শিক্ষকদের কাজ শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদেরকে সংস্পর্শে রেখে পঠন-পাঠনে উদ্যমী করে গড়ে তুলতে হবে। উপাচার্য নবীণ শিক্ষার্থীদের প্রকৃতির সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন।

অনুষ্ঠানে বিভাগের অবসরপ্রাপ্ত বরিষ্ঠ শিক্ষক প্রফেসর ড. এম. আবদুল গফুরের ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা বৃত্তির জন্য ইতোপূর্বে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদের এ শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়।

বিভাগের শিক্ষার্থী মিরাজ খান ও নওশীল নাবিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে জেনিফা ও বিদায়ীদের পক্ষে মাহবুব বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।