ঈদগাঁওয়ে পানি ব্যবস্থাপনা সমিতির নির্বাচিতদের শপথ গ্রহণ

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী- নাইক্ষ্যংদিয়া ও চৌফলদন্ডী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সদ্য নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শপথ গ্রহণের আয়োজন করা হয়।

সমিতির ব্যবস্থাপনা কমিটি, উপজেলা সমবায় দপ্তর, ঈদগাঁও এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দিদারুল। ইসলাম।

অন্যন্যদের মধ্যে পোকখালীর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম শাহীন বক্তব্য রাখেন।

নির্বাচিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মাঝে গেজেট প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা। শেষে তিনি সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণকারীদের মধ্যে সভাপতি আজিজুল হক রুবেল, সম্পাদক মোহাম্মদ আব্দুর রব হোছাইন, কোষাধ্যক্ষ সালা উদ্দিন কাদের সহ অন্য কর্মকর্তা- সদস্য- সদস্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ একইদিন রাতে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মছিউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎও করেন।