চট্টগ্রামে উন্নয়ন প্রকল্প ও জনসাধারণের সুবিধার্থে মেয়রের উদ্যোগ

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন নতুন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। জাম্বুরি মাঠ নিয়ে মেয়র বলেন, “মাঠের অভাব শহরের বড় সমস্যা। জাম্বুরি মাঠটি যাতে সাধারণ মানুষ খেলার জন্য ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা করা হবে। আমরা মাঠটিকে সম্পূর্ণ খেলার উপযোগী করার পরিকল্পনা করছি এবং সেখানে কোনো কমিউনিটি হল থাকবে না। এটি একটি উন্মুক্ত খেলার মাঠ হবে।”

আশকার দিঘি নিয়ে মেয়র জানান, “দিঘিটি রক্ষা এবং স্থানীয় মানুষের জন্য হাঁটার জায়গা তৈরি করার পরিকল্পনা রয়েছে। আশপাশের অবৈধ দখলকারীদের সরিয়ে আমরা সেখানে ওয়াকওয়ে তৈরি করবো। দিঘির পরিবেশ রক্ষা এবং তা জনকল্যাণে ব্যবহারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতা পার্কের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। এখানে এবং বিপ্লব উদ্যানে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য ইতিহাস সংরক্ষণ করা হবে। এটা শুধুমাত্র একটি পার্ক নয়, এটি একটি শিক্ষামূলক স্থান হবে।”

আমবাগানে শহীদ ওয়াসিম আকরাম পার্ক নিয়ে মেয়র বলেন, “চট্টগ্রামের হিল এরিয়াগুলোর মধ্যে শহীদ ওয়াসিম আকরাম পার্ক অন্যতম। এখানে হিল এরিয়া সংরক্ষণের পাশাপাশি একটি সুন্দর পার্ক তৈরি করা হবে। এটি শুধুমাত্র একটি বিনোদন কেন্দ্র নয়, এটি পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং জেব্রা ক্রসিং তৈরির কাজ শুরু করেছি। এটি সড়কে নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যারা শহরের গুরুত্বপূর্ণ জমি এবং দিঘি দখল করেছে, তাদের সরিয়ে নেওয়া হবে। উন্নয়নকাজের জন্য সব জায়গা পুনরুদ্ধার করা হবে।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, “আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও দ্রুত এবং সফলভাবে কাজ এগিয়ে নিতে পারবো। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা এই উন্নয়ন প্রচেষ্টাকে সমর্থন করুন।” চট্টগ্রাম সিটি কর্পোরেশন শহরের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় যে উদ্যোগ নিয়েছে, তা নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।