কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সোহেল (২২) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে হোয়াইক্যং ইউপি কোনাপাড়া মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল মিয়ানমারের মংডু থানার নয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৯ ডিসেম্বর) বিকালে হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৮ থেকে আনুমানিক ৫০০ গজ উত্তর-পূর্ব দিকে কোনাপাড়া নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের একটি চালান আসতে পারে—এমন তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহল দল কোনাপাড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় এক ব্যক্তি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে কোনাপাড়া মাঠ এলাকায় ঢুকলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।