ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৮ ডিসেম্বর) ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সাক্ষাৎকালে, ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য সম্প্রতি বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা মন্তব্য করেন। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী প্রতিনিধি দল হাইকমিশনারকে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করে।

এই সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান, এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া, তারা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং দুই দেশের সম্পর্কের উন্নতির বিষয়ে একমত হন।