বাংলাদেশের সিনেমা ‘তরী’-তে অভিনয় করার কথা ছিল টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে জনপ্রিয় এ অভিনেত্রীকে। এমনটাই জানিয়েছেন সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে নির্মাতা পলাশ জানান, ঋতুপর্ণাকে বাদ দেয়া দেশের সংস্কারের অংশ। অভিনেত্রীর সঙ্গে চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই অভিনেত্রীকে না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্মাতা পলাশের ভাষায়, বিষয়টি এরকম না আবার অনেকটা এরকম। আসলে চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। সে কারণেই প্রয়োজনীয় সংস্কার।
তাহলে ঋতুপর্ণার পরিবর্তে কাকে নেয়া হচ্ছে ‘তরী’ সিনেমায়? এমন প্রশ্নের উত্তরে জানা যায়, ঋতুপর্ণার পরিবর্তে ওই চরিত্রে নেয়া হচ্ছে টালিউড অভিনেত্রী শ্রীলেখাকে।
সিনেমায় শ্রীলেখাকে চুক্তিবদ্ধ করতে এরইমধ্যে কলকাতা থেকে শনিবার (৭ ডিসেম্বর) দেশে ফিরেছেন নির্মাতা। এ প্রসঙ্গে নির্মাতা পলাশ বলেন, সিনেমায় শ্রীলেখাই থাকছে। বিষয়টি চূড়ান্ত। তাই সিনেমায় ঋতুপর্ণার শূন্যস্থান পূরণ করতে শ্রীলেখা অভিনীত চরিত্রের পরিধিও বাড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, ‘তরী’ সিনেমার গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। খুব শিগগিরই শুরু হতে পারে নতুন এ সিনেমার শুটিং।