কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২২ ফেব্রুয়ারি

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২২ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পর গণনা শেষে রাতেই ঘোষণা করা হবে ফলাফল।

এবারের নির্বাচনে সমিতির কার্যকরী কমিটির ১৭টি পদে দু’প্যানেলে মোট ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সরকার সমর্থক আইনজীবী সমন্বয় পরিষদ’র মোহাম্মদ ইসহাক আ.জ.ম মঈনুদ্দিন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মোহাম্মদ ইসহাক, সহ-সভাপতি দু’পদে বদিউল আলম সিকদার ও মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক পদে আ.জ.ম মঈন উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এ.কে ফজলুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে শুভেন্দু বিকাশ সাহা (বিক্রম), পাঠাগার সম্পাদক পদে আবুল হোছন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শামশুল হক।

এছাড়া ৯টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পীযুষ কান্তি চৌধুরী, আমজাদ হোসেন, কফিল উদ্দীন চৌধুরী, ইকবালুর রশিদ আমিন, ফাহিমা আকতার, এ.কে.এম এরশাদ উল্লাহ, চৌধুরী ফাহাদ বিন ফিরোজ, মোহাম্মদ রাশেদ নেওয়াজ ও রফিকুল আলম।

অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমমনা আইনজীবীদের মনোনীত পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিদ্বতা করছেন সভাপতি পদে আবুল কালাম ছিদ্দিকী, সহ-সভাপতির দু’পদে এস.এম নুরুল ইসলাম ও ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক পদে মো. তাওহীদুল আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে ছলিমুল মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে এ.কে ফিরোজ আহমদ, পাঠাগার সম্পাদক পদে মো. মিজানুর রাশেদ, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল হুদা।

এছাড়াও ৯টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছব্বির আহমদ, মো. ফরিদ উদ্দিন ফারুকী, মো. আবু তাহের (২), এ.কে.এম ইলিয়াছ, ফিরোজ আহমদ, নাজিম উদ্দিন, আবু হুরাইরা, ছরোয়ার আলম ও ইমাম হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার, প্রবীণ আইনজীবী এম শাহজাহান জানিয়েছেন, এবার সমিতির ৬৫০ জন সদস্যের মধ্যে ভোটার হয়েছেন ৫৫২ জন। কক্সবাজারে আইনজীবীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠন জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সরগরম রয়েছে আদালত পাড়া। মর্যাদার লড়াইয়ে শেষ পর্যন্ত কার গলায় বিজয়ের মালা ওঠে এ নিয়ে চলছে সরব আলোচনা। প্রার্থীরা শেষ মুহূর্তে এসে ভোটারদের মন গলাতে নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন। প্রচারপত্র বিলির পাশাপাশি ভোটারদের দারে-দারেও ধরনা দিয়েছেন তারা। মোবাইলফোনে খোঁজ-খবর রেখে চলেছেন ভোটারদের।

উল্লেখ্য, জেলা আইনজীবী সমিতির গতবারের নির্বাচনে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সমমনা পরিষদ মনোনীত সৈয়দ আলম-গোলাম ফারুক খান কায়সার প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ মোট ১৩ জন প্রার্থী বিজয়ী হয়েছিলেন। অপরদিকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত একে আহমদ হোসেন-আ.জ.ম মঈন উদ্দিন প্যানেল থেকে সভাপতিসহ মাত্র ৪ জন প্রার্থী নির্বাচিত হন। তাই এবারের নির্বাচনকে প্রেস্টিজ ইস্যু হিসেবে