নিবন্ধিত দলগুলোর সাথে সংলাপ বসে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবী

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও (১ হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশব্যাপী সাংগঠনিক দাওয়াতী মাস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের মতবিনিময় সভা ১ ডিসেন্বর রবিবার, নগরীর চেরাগী পাহাড় মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইউনুচ তৈয়বীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুল কবির রেজভী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল খালেক আল কাদেরী, শিল্প ও বানিজ্য সম্পাদক মাস্টার মুহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নগর দক্ষিণের আওতাধীন ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের সভাপতি মাওলানা আবদুর রহমান আল কাদেরী, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ মহিন উদ্দিন মনির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহসিন, ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফেজ আনছারুল হক, বন্দর ৩৮নং ওয়ার্ডের সহ-সভাপতি মুহাম্মদ ইব্রাহিম এমদাদ, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সভাপতি মাওলানা জানে আলম ফারুকী, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইরফান, যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ ইসলাম সুমন, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুহাম্মদ নূর রায়হান চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বসে এবং রাস্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনের রাডম্যাপ ঘোষণার দাবী। দেশে একশ্রেনী মুসলিম নামধারী জঙ্গীগোষ্ঠী স্টাইলে মাজার-মসজিদে হামলা, অগ্নি সংযোগ, ভাংচুর, অরাজকতা প্রতিরোধে সকল সুন্নী দরবার, সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বক্তারা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্য ও কর্ম পদ্ধতিতে একমত হলে সদস্য ফি দিয়ে নতুন সদস্য ফরম পূরণ করার আহবান জানান। শেষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের আওতাধীন থানা সমমান ওয়ার্ড শাখার মধ্যে সমর্থক, নবায়ন ফরম সহ যাবতীয় কাগজপত্র বিতরণ করা হয়।