এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করল টাইগ্রেসরা

একই ভেন্যু। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫২ রান করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ তাদের সামনে টার্গেট ছিল ১৯৪ রানের। সহজই তো! যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঘাম ঝরেছে টাইগ্রেসদের। ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজও জিতে নিয়েছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

সিরিজের পরের ম্যাচটি ২ ডিসেম্বর।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৫ রানের মধ্যে মুর্শিদা খাতুনের উইকেট হারালেও ফারজানা হক ও শারমিন আক্তারের জুটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। এ দুজনের জুটি থেকে আসে ৮৫ রান।