মসজিদ-মাজারে হামলাসহ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করুন

ময়মনসিংহ মুর্শিদপুরে মাজার ও মসজিদে হামলা, ভাংচুর ও লুটপাটের পর আগুন দেয়া এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে শুক্রবার (২৮ নভেন্বর) বাদে জুমা নগরীর লালদিঘী চত্বর থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনের সহ সভাপতি মাওলানা কাজী আবদুর রহমান আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম. সোলায়মান ফরিদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মজলিসে সূরা সদস্য আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, চট্টগ্রাম মহানগর উত্তরের সহ সাংগঠনিক সম্পাদক আবদুল করিম সেলিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুল আলম,মাহমুদুল হক সওদাগর, শিল্প ও বানিজ্য সম্পাদক মাস্টার মুহাম্মদ ইউসুফ, তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ বাহার উল্লাহ, সিরাজ, ফজল হক ফারুক, শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি এনামুল হক এনাম, সহ সভাপতি এটিএম রেজাউল মোস্তফা, সহ অর্থ সম্পাদক আবু তৈয়ব চৌধুরী, আরিফ শাহ, জাহাঙ্গীর আলম, আবু বক্কর মাইজভান্ডারি, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, সহ-সভাপতি ইয়ার আহমদ জামশেদ, মঈনুদ্দিন মোরশেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীমুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম ইরফান, সিয়াম রেজা, ইয়াছিন, কাবির, রাকিব, রাফি, মনির সহ বিভিন্ন পেশাজীবি মানুষ মিছিলে অংশ গ্রহন করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান ফরিদ বলেন, ইসলামের নামে মসজিদ মাজারে অগ্নি সংযোগকারী, আক্রমণকারী ও লুটপাটকারীদেরকে এদেশের জনগন অনেক আগে থেকেই চিনে।

অন্তবর্তী সরকারের আইন-শৃংখলার দুর্বলতার সুযোগ নিয়ে এরা বেপরোয়া হয়ে উঠেছে ইতিমধ্যে এরা সারাদেশে অর্ধশত মাজার ও মসজিদে হামলা করেছে। অবিলম্বে এদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তি না দিলে এদেশ জঙ্গি রাষ্ট্র হতে সময় লাগবেনা। তিনি আরো বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তাদেরকে কঠোর হাতে দমন করে ফ্যাসিষ্টদের ক্ষমতা দখলের পথ বন্ধ করুন। তিনি দলের সকল নেতাকর্মীদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান।