শীর্ষে থেকেই বছর শেষ আর্জেন্টিনার

নভেম্বরের শুরুতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে আর্জেন্টিনার চলতি বছরের আন্তর্জাতিক খেলা। শেষ দুই ম্যাচে প্যারাগুয়ের কাছে হারলেও পেরুর বিপক্ষে জয় পেয়েছে। দুই ম্যাচে জয় না পেলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে তার কোনো প্রভাব পরেনি। র‍্যাঙ্কিংয়ের চূড়ায় থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা। এদিকে পরিবর্তন হয়নি ব্রাজিলের অবস্থানেরও।

নভেম্বরের পুরুষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির সাত দিন পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ২০২৪ সালে শেষবারের মতো র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা। তালিকার শীর্ষ পাঁচেই নেই কোনো পরিবর্তন।

শীর্ষ পাঁচে আছে যথাক্রমে—আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং ব্রাজিল। অনেক দিন ধরে ব্যর্থতার চাদরে বন্দি ব্রাজিল গত মাসে হতাশা কাটিয়ে ওঠার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু এই মাসে আবার তারা পথ হারিয়ে ফেলেছে। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করা দলটি আছে পাঁচ নম্বরে। তবে পরের পাঁচ স্থানে বেশকিছু পরিবর্তন এসেছে।

এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে পর্তুগাল। নেদারল্যান্ডসও এক ধাপ এগিয়ে সাতে উঠেছে। তবে অবনতি হয়েছে বেলজিয়ামের। দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে তারা। নিজেদের স্থান ধরে রেখে নয় নম্বরে আছে ইতালি। আর এক ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে এসেছে জার্মানি।

এদিকে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্র সামনে রেখে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। যেখানে একটিতে হার ও একটিতে জয় পায় লাল সবুজরা। তাতে র‍্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হয়নি তাদের। ১৮৫তম স্থানে রয়েছে বাংলাদেশ।