সেলিম উদ্দীন, ঈদগাঁও: শীতার্ত অসহায় ভ্যান-অটো চালকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ রিহাবুল আলম। গত বুধবার রাতে খুটাখালী বাজারে তার নিজস্ব অর্থায়নে শতাধিক সুবিধাবঞ্চিত শীতার্ত অসহায় ভ্যান-অটো চালকদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী মোঃ রিহাবুল আলম বলেন, শীতার্ত অসহায় মানুষগুলো অনেক কষ্ট করছে। তাই তাদের সামান্যতম কষ্টও যদি এই শীতবস্ত্র দিয়ে নিবারণ করতে পারি তবেই স্বার্থক। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষগুলোকে ভালো রাখতে পারলে আমরাও ভালো থাকতে পারবো।