বিআইটিআইডিতে পরীক্ষায় দুই চিকিৎসকসহ ৬ জনের করোনা

নমুনা পরীক্ষায় দুই চিকিৎসকসহ নতুন ৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের কাঠগড়, দামপাড়া, পাঁচলাইশ ও নন্দনকানন এলাকার ১ জন করে রয়েছেন। এদের মধ্যে পাঁচলাইশ ও নন্দন কানন এলাকায় আক্রান্ত দু’জনই চিকিৎসক।

এছাড়া লোহাগাড়া উপজেলার একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও করোনায় আক্রান্ত ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৫ জন চট্টগ্রাম নগরের এবং ১ জন জেলার বাসিন্দা। এছাড়া করোনা পজেটিভ হওয়া অন্যজন পুরোনো রোগী।

লোহাগাড়ায় বোম্বে সুইটসের এজিএম করোনা আক্রান্ত
লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ইসমাঈল হোসেন (৪২) নামে বোম্বে সুইটস কোম্পানীর চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের এক এজিএম’র শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁর বাড়ী পটুয়াখালী জেলায়। সে লোহাগাড়া উপজেলা সদরের বিমান বিল্ডিং সড়কের আমিন বিল্ডিং এর ভাড়াটিয়া। এ নিয়ে লোহাগাড়ায় এ পর্যন্ত তিনজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেল।
মঙ্গলবার (৫ মে) রাতে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) হতে প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার রাত ১২ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
জানা যায়, করোনা আক্রান্ত ইসমাঈল হোসেন সর্দি-জ্বর ও কাঁশিতে ভূগলে গত ৩০ এপ্রিল তিনি নিজেই লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু কর্ণারে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ৫দিন পর আজ মঙ্গলবার রাতে বিআইটিআইডি হতে প্রাপ্ত রিপোর্টে তার শরীরে করোনা পজেটিভ পাওয়ার তথ্য আসে।
জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ বলেন, খবর নিয়ে জানলাম আক্রান্ত ব্যাক্তি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকালে তাঁর ভাড়া বিল্ডিং এ গিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মাদ হানিফ বলেন, আক্রান্ত ব্যাক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসার পূর্বে তিনি নিজেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি
হয়ে গেছেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে। সকালে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
উল্ল্যখ্য, লোহাগাড়ায় গত ১ মে ( শুক্রবার) রাতে এক স্বাস্থ্যকর্মীর দেহে প্রথম করোনা শনাক্ত হয়। এই নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।