সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়ী এম. আর.এস নূরানী ইন্সটিটিউটে দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শনিবার(২৩ নভেম্বর) মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক মেম্বার রশিদ মিয়ার সভাপতিত্বে ও অন্যতম উদ্যোক্তা নূর মোস্তফা কামাল সাদেকের পরিচালনায় অনুষ্টান শুরু করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান আজাদ, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়ত ইসলামি ইসলামাবাদ সভাপতি মাওলানা হারুনর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোছাইন,অরবিট স্কুল এন্ড কলেজ শিক্ষক মোহাম্মদ তানিম, খোদাইবাড়ী বড় সমাজ সর্দার আব্দুস সালাম (সর্দার), অভিভাবকের মধ্যে আব্দুল মালেক, মোঃ মুফিজ উদ্দিন, জকরিয়া আল মামুন,মাওলানা ভুলু, নুরুল আলমসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ইসলাম শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা ও সুস্থ সংস্কৃতি চর্চায় কোমলমতি শিক্ষার্থীদের গড়ে তুলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অনন্য ভুমিকা রেখে চলেছেন। প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।