এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন কাপ্তাইয়ের ইউসুফ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)।
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন কাপ্তাইয়ের মো. ইউসুফ। এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিলের পক্ষ থেকে এই লিডারশিপ অ্যাওয়ার্ড দেয়া হয়। মো. ইউসুফ জাতীয়তাবাদী দল বিএনপির কাপ্তাই ইউনিয়ন শাখার সভাপতি। তিনি দলের পাশাপাশি সামাজিক সংগঠন, সেবাখাতে বিশেষ অবদান রেখে চলেছেন। ঢাকা ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন ও বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় এই এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক সচিব বিচারপতি ফয়সাল মাহামুদ ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড.মোহাম্মদ জাকারিয়া, পীরজাদা শহীদুল হারুন, এশিয়ান সোস্যাল কালচারাল কাউন্সিলের পরিচালক এ্যাডভোকেট মো.মনির হোসেন ও এম.এইচ আরমান চৌধুরী। মো.ইউসুফ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।