সবার প্রয়োজনে
(ফয়সাল আমিন ভাই-কে নিবেদিত)

মহেশখালীর পৌরসভার
মানবতার একটি নাম
নামটি সুন্দর ফয়সাল আমিন
চরপাড়া তার গ্রাম।
সহজ-সরল স্বভাব তার
থাকতে চাই সবার হয়ে
জয় করেছে সবার মন
সুখে-দুঃখে হাত বাড়িয়ে।
প্রতিদিনই মানবতার কাজ
চলছে হাসি মনে
অসহায়ের হাসিতেই আনন্দ
ফয়সাল আমিন ভাইয়ের মনে।
সবার প্রয়োজনে সব সময়
পাশে থাকে ফয়সাল ভাই,
সবার কাছে ভাইয়ের জন্য
প্রতিনিয়ত দোয়া চাই।
সবার মতো ফয়সাল আমিন
আমারো প্রিয়ময়
মহান আল্লাহ ভাইকে যেন
সুস্থ রাখে সব সময়।











