রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত জুলাইয়ে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না, এটা যদি করেন, তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন। আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চল ভিত্তিক ভাবনা গুলো আমাদের সংকুচিত করে দেয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সমালোচনা করুন। আমরা সেগুলো সুধরিয়ে এগিয়ে যেতে চাই। দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছে তাদের যুক্ত করেছে। কাউকে ছোট কিংবা বড় করার জন্য করা হয়নি।
চট্রগ্রাম বিভাগে থেকে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা কোনো বৈষম্য নয়। এভাবে দেখা বন্ধ করুন। আমরা আঞ্চলিকতায় বিশ্বাস করি না। এই এলাকায় যতখানি, মেধা, শ্রম ও অর্থ দিবো, তা অন্য এলাকাতেও দিবো।
এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আকতার বলেন, আবু সাঈদ সারা বিশ্বে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছে সাহসের প্রতীক হিসেবে। আবু সাঈদ ছাড়া বিশ্ববাসীর মধ্যে জাগরণ সৃষ্টি করে দিয়েছিল। শহীদদের রক্তের বিনিময়ের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে। বিভাজন সৃষ্টি করা যাবে না।
পুনর্বাসনসহ সকল শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সারজিস বলেন, যে কোন যৌক্তিক দাবিতে শহীদ পরিবারের পাশে থাকবে জুলাই ফাউন্ডেশন। এই রংপুর আমাদের রক্ত। এই রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। শুধু শহীদ পরিবার নয়, আন্দোলনে আহতসহ সকলের জন্য জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
এর আগে শিল্পকলা একাডেমি হলরুমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই-আগস্টে রংপুর বিভাগের সকল শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, অন্তবর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা।