করোনার টিকা তৈরিতে ৮৩০ কোটি ডলার উত্তোলনে সমর্থন ইউরোপীয় নেতাদের

করোনা ভাইরাসের (কভিড-১৯) টিকা তৈরির দৌড়ে গতি এনে দিতে নতুন এক পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় নেতারা। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন প্রস্তাবিত ওই পরিকল্পনায়, করোনার টিকা তৈরিতে সহায়তা হিসেবে বৈশ্বিকভাবে ৮৩০ কোটি ডলার উত্তোলনের কথা বলা হয়েছে। রোববার পরিকল্পনাটির প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় নেতারা। যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে নিজেদের সমর্থনের প্রতিশ্রুতি দেন তারা।
বিবিসির এক প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার টিকা তৈরিতে সহায়তা পরিকল্পনাটি তুলে ধরেন লিয়েন। সোমবার বিশ্ব নেতাদের এক অনুষ্ঠেয় সম্মেলনের আগ দিয়ে পরিকল্পনাটির প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেন ইউরোপীয় নেতারা। সম্মেলনটিতে বৃটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নরওয়ে, সৌদি আরব ও ইউরোপীয় কমিশন যৌথভাবে আয়োজন করেছে।
ইউরোপীয় নেতারা জানিয়েছেন, উত্তোলিত অর্থ করোনার টিকা তৈরিতে বিশ্বজুড়ে বিজ্ঞানী, নিয়ন্ত্রক সংস্থা, শিল্প ও সরকার, আন্তর্জাতিক সংগঠন, ফাউন্ডেশন ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে নজিরবিহীন সহযোগিতা নিশ্চিতে ব্যবহৃত হবে।
নিউজউইকে প্রকাশিত তাদের স্বাক্ষরিত চিঠিতে নেতারা বলেন, আমরা যদি বিশ্বের জন্য বিশ্বের মাধ্যমে একটি টিকা তৈরি করতে পারি তাহলে সেটা একবিংশ শতাব্দীর জনস্বার্থের এক অনন্য দৃষ্টান্ত হবে।
এছাড়া, চিঠিটিতে নেতারা, করোনা সংক্রমণ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সমর্থন জানিয়েছে।
এখন পর্যন্ত বিশ্বজুড়ে সরকারি হিসাবে, করোনা ভাইরাসের ছোবলে প্রাণ গেছে অন্তত ২ লাখ ৪৭ হাজার ৯৭১ জনের। প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আক্রান্ত হয়েছেন ৩৫ লাখের বেশি।
এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৩৩ হাজার মানুষ। প্রতিদিন হাজারে হাজারে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। কিছু দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে, অন্যদিকে কিছু দেশে সংক্রমণ সবে বিকশিত হতে শুরু করেছে। এখনো পর্যন্ত করোনার কোনো স্বীকৃত কার্যকরী চিকিৎসা, টিকা বা ওষুধ নেই। বিশ্বজুড়ে কয়েক ডজন বিজ্ঞানীর দল টিকা তৈরির চেষ্টা করছেন। কিছু সম্ভাব্য টিকার মানব দেহে পরীক্ষাও শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে কোনো টিকা বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।