কাপ্তাইয়ে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা মিলনায়তনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১০টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমত উল্ল্যাহ, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো.ইয়াছিন মামুন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।