ঈদগাঁহ ছাত্রলীগকে বি‌শেষ উপহার সামগ্রী দি‌লেন কউক চেয়ারম‌্যান

 

সেলিম উদ্দীন,কক্সবাজার।
চলমান করোনা ভাইরা‌স কো‌ভিড১৯`র মত মহামা‌রি‌তে বাংলা‌দেশসহ পু‌রো‌বিশ্ব লকডাউন।
সংকট শুরু হওয়ার মুহু‌র্ত থে‌কে কক্সবাজার জেলা লকডাউন অবস্থায় আ‌ছে। জেলার হত দ‌রিদ্র থে‌কে শুরু ক‌রে কর্মহীন মধ‌্যবিত্ত ও নিম্ন মধ‌্যবিত্ত প‌রিবারও বিপর্যস্থ অবস্থায়।
সোমবার (৪‌ মে) বৃহত্তর ঈদগাঁহ পাব‌লিক লাইব্রেরী মিলনায়ত‌নে ঈদগাঁহ সাংগঠ‌নিক উপ‌জেলা ছাত্রলী‌গের তৃণমূ‌লের নেতাকর্মী‌দের‌কে কক্সবাজার উন্নয়ন কর্তৃপ‌ক্ষের চেয়ারম্যান লেঃ ক‌র্নেল ফোরকান আহমদের নিজস্ব তহ‌বিল থে‌কে প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার পক্ষ‌‌ থে‌কে বি‌শেষ উপহার সামগ্রী ছাত্রলীগ কর্ম‌ী‌দের হা‌তে তু‌লে দেয়া হয়।
উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি আবু‌হেনা বিশাদ ও সা‌বেক সাধারন সম্পাদক ইরফানুল ক‌রিমসহ আওতাধীন ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি ও সম্পাদকরা, চলমান ক‌রোনা সংকটময় মুহু‌র্তে বৃহত্তর ঈদগাঁহ ছাত্রলী‌গের তৃণমূল কর্মী‌দের পা‌শে দাড়া‌নোর জ‌ন্যে কউক চেয়ারম‌্যান বৃহত্তর ঈদগাঁহ`র কৃ‌তি সন্তান লেঃ ক‌র্নেল (অবঃ) ফোরকান আহমদ‌কে ধন‌্যবাদ জানান।