ফিলিস্তিনি ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করল ইসরাইল

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ) কে নিষিদ্ধ করার একটি আইন পাস হয়েছে ইসরাইলি পার্লামেন্টে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার (২৮ অক্টোবর) ইসরাইলের পার্লামেন্টে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা, ইউএনআরডব্লিউএ কে নিষিদ্ধ করার একটি আইন পাস হয়েছে। এই বিলের পক্ষে ৯২ ভোট এবং বিপক্ষে ১০ ভোট পড়ে। এই বিল পাসের মাধ্যমে গাজাসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম কার্যত বন্ধ হতে পারে।

এই সংস্থাটিকে ১৯৪৯ সালে ফিলিস্তিনি শরণার্থীদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ বিভিন্ন মৌলিক সহায়তা প্রদানের জন্য গঠন করা হয়। এই নিষেধাজ্ঞার জন্য গাজায় সংস্থাটির গুরুত্বপূর্ণ কার্যক্রম অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এমনকি এটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও মনে করছেন অনেকে। এছাড়া, এই আইন বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, আমরা ইসরাইল সরকারকে পরিস্কারভাবে জানিয়ে দিয়েছি যে, এই প্রস্তাবিত আইন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কারণ এটি গাজার সাধারণ মানুষদের মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংকটের মধ্যে তাদের বিকল্প কেউ হতে পারে না। তাই, আমরা ইসরাইলি সরকারকে অনুরোধ করছি এই আইন বাস্তবায়ন স্থগিত করতে।

অন্যদিকে, ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, সংস্থাটির উপর নিষেধাজ্ঞা গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।