ঢাকা টেস্টে অভিষেক হওয়া জাকের আলী অনিক দ্বিতীয় ইনিংসে অর্ধশতক হাঁকিয়ে আস্থার প্রতিদান দিয়েছিলেন। চট্টগ্রাম টেস্টেও তার একাদশে থাকা অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু খেলা মাঠে গড়ানোর একদিন আগে চোটে পড়েছেন এই উইকেটকিপার। বাধ্য হয়ে স্কোয়াডে পরবর্তন আনতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।
চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন জাকের আলী অনিক। আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া টেস্টের স্কোয়াডে জাকেরের বদলি হিসেবে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার মাইদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন ২৫ বছর বয়সী অঙ্কন।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকের আলী অনিকের বাদ পড়া এবং তার জায়গায় মাইদুল ইসলাম অঙ্কনের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছে। কনকাশনের কারণে জাকেরকে বাদ দেয়ার কথা বলা হয়েছে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘গতকাল রোববার (২৭ অক্টোবর) ব্যাটিং অনুশীলনের সময় কনকাশনের ভুক্তভুগী হন জাকের আলী। অতীতেও তার কনকাশনের ইতিহাস আছে এবং তার মধ্যে এখনও কিছু উপসর্গ দেখা যাচ্ছে। তার পূর্ববর্তী কনকাশনের ঘটনার ওপর ভিত্তি করে বোঝা যাচ্ছে যে, সেরে উঠতে তার কিছুটা সময় লাগবে। তার শারীরিক অবস্থার কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন।’
ঢাকা বিভাগের হয়ে খেলা অঙ্কন এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে ৩০.৬৯ গড়ে ১৯৩৪ রান করেছেন তিনি। ৩টি শতক ও ৮টি অর্ধশতক হাঁকিয়েছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে সিলেট ডিভিশনের বিপক্ষে একমাত্র ইনিংসে খেলা ১১৮ রানের ইনিংসটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ।