বাঁশখালীতে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে ভিসার টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে মনজুর আলম প্রকাশ বাবুল (৪৩) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত মনজুর আলম প্রকাশ বাবুল, ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজিজুর রহমান পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত মো. সোহেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে মনজুর আলম বাবুলকে ছুরিকাঘাত করে সোহেল। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।