ভোলায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল বনবিভাগ

ভোলায় ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকা থেকে স্থানীয়রা দেখতে পেয়ে খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে, রাতে একটি অসাধু চক্র কচ্ছপটিকে পাচার করার চেষ্টা করে। তখন কোনো বাহন থেকে বস্তা ভর্তি অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের জিম্মায় রেখে সকালে বন বিভাগ খবর দিলে তারা উদ্ধার করেন।

উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এই ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ। এটি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, জেলেরা এটি সাগর কিংবা নদী থেকে ধরে পাচার করা সময় পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে। বন বিভাগ কচ্ছপটি প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। দুই একদিন পর্যবেক্ষণে রেখে এটি সুবিধাজনক জায়গায় ছেড়ে অবমুক্ত করে দেওয়া হবে।