মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিউজচট্টগ্রাম ও দৈনিক প্রিয় চট্টগ্রামের অফিসে ‘মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ’- মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে নিউজচট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওনের সভাপতিত্বে বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. ওবাইদুল করিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ-কলামিস্ট অধ্যাপক শামসুদ্দীন শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অন্বেষার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, নিউজ চট্টগ্রামের ব্যবস্থাপনা সম্পাদক শাদ ইরশাদ, কবি মোস্তফা হায়দার, শ্রমিক নেতা নুরুল ইসলাম সবুজ, তরুণ লেখক ইলিয়াস বাবর, তরুণ লেখক মিজান মনির, লেখক আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন ইতিহাস নির্মাণের খসড়া তৈরি করেই আমরা আমাদের পরিচয় নির্ধারণ করেছি। নতুন সমাজিক বিন্যাসে সংবাদই আমাদের বিনিময় মাধ্যম। বাংলাদেশে সাংবাদিকতার চর্চায় নতুন মানদণ্ড নিয়ে আসাই আমাদের পরিচিতির একমাত্র দিক নয়। নতুন প্রযুক্তি নির্ভর ডিজিটাল সাংবাদিকতা অনেক স্পর্শ কাতর সুতরাং গণমাধ্যমের এ বিষয়ে সচেতন হতে হবে।