মে মাসের মধ্যে ইউরোপিয়ান লিগ শুরুর নির্দেশ

মে মাসের মধ্যে ইউরোপিয়ান লিগ শুরুর নির্দেশ দিলেন উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফেরিন। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইউরোপের সকল ফুটবল লিগই বন্ধ। এতে আর্থিক ক্ষতি হচ্ছে সকলের। এই আর্থিক ক্ষতি বাড়তে থাকলে বড় ধরনের বিপর্যয়ে হবে বলে মনে করেন সেফরিন। তাই মে মাসের মধ্যে সকল লিগ শুরুর তাগাদা দিলেন তিনি।

সেফরিন বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে বন্ধ হয়ে গেছে ইউরোপিয়ান সকল লিগ। অবশ্য প্রাকৃতিক দুযোর্গে কারও হাত নেই। কিন্তু এতে বড় ধরনের আর্থিক ক্ষতি মুখে পড়তে যাচ্ছে ক্লাবগুলো। এই ক্ষতি যাতে আর না বাড়ে সেজন্য বিকল্প চিন্তা বের করে লিগ শুরু করতে হবে।’

ইতোমধ্যে উয়েফার অধীনে ৫৫টি ফুটবল সংস্থার কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান সেফরিন। তিনি বলেন, ‘আগামী ২৫ মের মধ্যে নিজ-নিজ দেশের লিগ শুরু করা সম্ভব কি-না সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তাদের বক্তব্য শুনে আমরা আলোচনায় বসব। তারপরও পরবর্তী সিদ্বান্ত নেয়া হবে।’