চট্টগ্রামে গানের তালে পিটিয়ে হত্যা মামলায় আরও ২ জন আটক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় বদনা শাহ মাজার সামনে নৃত্যের তালে তালে গান গেয়ে শাহাদাত হোসেন নামের এক যুবক হত্যাকান্ডের পলাতক দুই আসামি কে গ্রেফতার করেছে র‌্যাব।

৬ অক্টোবর (রবিবার) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজারের সামনে থেকে আসামি মেহেদী হাসান সাগর এবং মোঃ শান্ত’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর একটি দল।

উল্লেখ্য গত ২১ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে এক যুবককে দুই হাত বেঁধে গান গেয়ে নাচের তালে তালে উচ্ছৃঙ্খল কিছু জনতার মারধরের একটি ভিডিও পুলিশের নজরে আসে। ঘটনাটি গত ১৪ আগস্টের হলেও জানাজানি হয় গত ২১ সেপ্টেম্বর। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোঃ শাহাদাত হোসেনের দুই হাত দুই পাশে স্টিলের পাইপের সঙ্গে বেঁধে কিছু যুবক গান গেয়ে গেয়ে তাকে মারধর করছে। সেই ভিডিওটি বিশ্লেষণ করে থানা পুলিশ জানতে পারে যে, মারধরের শিকার হতভাগ্য যুবকের নাম শাহাদাত হোসেন। নিহত শাহাদাত হোসেনের স্ত্রীকে থানায় ডেকে পাঠানো হয়। ভিকটিমের স্ত্রী থানায় এসে ঐ ভিডিও দেখে ভিডিও চিত্রের যুবকটি তার স্বামী বলে শনাক্ত করেন। নিহত মোঃ শাহাদাত হোসেন নোয়াখালী জেলার মৃত হারুনের ছেলে। সে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিল এবং বিআরটিসি ফলমন্ডিতে চাকরি করতেন বলে জানা যায়।

উক্ত ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় আজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৩, তারিখ- ১৫ আগস্ট ২০২৪ইং, ধারা- ৩০২/৩৪, দ্য পেনাল কোড, ১৮৬০।

গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।