শিক্ষক দিবসে কাপ্তাইয়ে আর্দশ শিক্ষক ফেডারেশনের ১০ দফা দাবি

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি) : বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাইয়ের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায়। কাপ্তাইয়ের ধাবা রেস্তোরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রচার সম্পাদক নুর জামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আর্দশ শিক্ষক ফেডারেশন সভাপতি মো. হানিফ। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা মো. হারুনুর রশীদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেডারেশনের চন্দ্রঘোনা থানার উপদেষ্টা প্রকৌশলী ইমাম রাজী, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক আমির হোছাইন। এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসে বক্তারা বলেন, বিগত দিনের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয়, আদর্শ ও নৈতিক শিক্ষার একমাত্র বাধা ছিল আওয়ামী লীগ সরকার।

একজন আদর্শ শিক্ষক হতে গেলে অবশ্যই তার নীতি-নৈতিকতা ঠিক থাকতে হবে। একজন শিক্ষক যখন জাল সার্টিফিকেট তৈরির কারসাজির সাথে যুক্ত থাকেন, ভোটকেন্দ্রে ভোট চুরির সাথে যুক্ত থাকেন, তখন তিনি কোনভাবেই আদর্শ শিক্ষক হতে পারে না। শিক্ষার গুণগত মান ঠিক রাখতে একজন শিক্ষককে অবশ্যই আদর্শ শিক্ষক হতে হবে। পরে চাকুরী জাতীয়করণসহ শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে ১০ দফা দাবি প্রস্তাব করা হয়।