‘‘অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সেটাই আমাদের প্রার্থনা”

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুরাদপুর-ফরেস্ট-পিলখানা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে স্থানীয় বিএনপি ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্প্রীতির মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৪ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর-ফরেস্ট-পিলখানা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিএনপিপন্থী পেশাজীবী নেতৃবৃন্দের সম্প্রীতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুরাদপুর-ফরেস্ট-পিলখানা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক সুজন দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রকাশিত দৈনিক দিনকাল চট্টগ্রামের ব্যুরো প্রধান সাংবাদিক হাসান মুকুল, পাঁচলাইশ থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ তারেক রশিদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রাক্তন সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য এড. এনামুল হক এনাম, মহানগর যুবদলের সাবেক সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক হামিদুল হক চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল চমেক শাখার সভাপতি ডা. সাদ্দাম হোসেন, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের দপ্তর সাজ্জাদ হোসেন খাঁন, চমেক শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন সেলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক সুমন ঘোষ বাদশা, হাসান নাছির, যুবদল নেতা ও পিলখানা মহল্লা কমিটির যুগ্ম সম্পাদক জাবেদ হোসেন, মোঃ পারভেজ, যুবদল নেতা সালেহ আহমদ খোকন, বন গবেষণা ইনস্টিটিউট ফরেস্ট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মোঃ আলমগীর, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য হাসান চৌধুরী তোফা, অনিক চৌধুরী, রুবেল দেওয়ান, ছাত্রদল নেতা মোঃ কাওসার, মাসুদ পারভেজ, মোঃ আবদুল্লাহ, মনির হোসেন আবির, মোঃ ইমতিয়াজ প্রমুখ।
সম্প্রীতির মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা শৈশব-কৈশোর পেরিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করেছি।

সেদিন আমরা জাতি ভেদাভেদে যেমন বিশ্বাসী ছিলাম না, শৈশব-কৈশোরের যে চেতনা, সেই চেতনা আজও আমরা লালন করি।” “ঠিক একইভাবে আমাদের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ তারেক রহমানও একই বার্তায় বিশ্বাস করে যে, এখানে আমরা সকল জাতি-ধর্ম-বর্ণ তাদের প্রত্যেকের অধিকারকে রক্ষা করে এবং সমস্ত ধর্মের মানুষের সামন অধিকারকে রক্ষা করে আমরা অবশ্যই একটা সত্যিকারের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করব। যেখানে সাম্য ও মানবাধিকার একে অপরকে মানুষ হিসেবে জানব এবং বুঝব। জনগণের বাংলাদেশ নির্মাণ করব, অধিকার রক্ষার বাংলাদেশ নির্মাণ করব। এই হোক আমাদের সকলের প্রত্যাশা।” “আমরা সকলে প্রার্থনা করব, আসুন আমরা এদেশকে সেইভাবে গড়ে তুলি যাতে আমাদের ভবিষ্যত বংশধরদের জন্য, আমাদের তরুণ-যুবকদের জন্য বাস উপযোগী সুন্দর একটা বাংলাদেশ দিতে পারি।” “দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল অসত্যকে পরাজিত সত্য প্রতিষ্ঠা করবার জন্য, দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল অসুন্দরের বিরুদ্ধে সুন্দরকে প্রতিষ্ঠা করবার জন্য, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। “আজকে আমাদেরকে সেই একইভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, অসুন্দরের বিরুদ্ধে যুদ্ধ করে, অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে- সেটাই হচ্ছে আমাদের প্রার্থনা”।