বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইপর্বে টেবিলে এখনও শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আকাশি-নীলদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও বলিভিয়া। এই ম্যাচকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা।
ঘোষিত দলে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি। অপরদিকে কাফ ইনজুরি থেকে সেরে উঠে দলে জায়গা করে নিয়েছেন ফুলব্যাক নিকোলাস তালিয়াফিকোও। এছাড়া চমক হয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ নিকো পাজে।
তবে আসন্ন ম্যাচ দুইটিতে মাঠে নামার আগেই ফের দুঃসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। ফের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে হানা দিয়েছে চোট। এবার চোটে পড়ে দল থেকে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস।
চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের সময় চোট পান গঞ্জালেস। জানা গেছে চোট থেকে সেরে ওঠতে মাস্খানেক সময় লাগবে গঞ্জালেসের। ফলে আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনার দলে পরিবর্তন আনতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে।
আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মেসিদের পরের ম্যাচটি হবে ১৫ অক্টোবর, ঘরের মাঠে সেদিন বলিভিয়ার খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা স্কোয়াড-
জেরোনিমো রুয়ি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, হেরমান পেতসেয়া।, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডে পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, তিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ, পাউলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, ভালেন্তিন কারবোনি।