শুভ জন্মদিন মণীন্দ্র রায়

মণীন্দ্র রায়। তিনি একজন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বাঙালি কবি।

তিনি ১৯১৯ সালের ৪ অক্টোবর ব্রিটিশ ভারতের পাবনা জেলার শীতলাই গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা শহরে সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাস করেন। পাবনায় থাকাকালে ছাত্রাবস্থায় জ্যোতিরিন্দ্র মৈত্র ও চিত্রশিল্পী রথীন মৈত্রের প্রেরণায় সাম্যবাদী ভাবধারার প্রতি আকৃষ্ট হন। অর্থাৎ তিনি ছিলেন একটি প্রগতিশীল রাজনীতিক। মণীন্দ্র রায় প্রায় ৪০ বছর কবিতা লিখেছেন। ১৯৩৬ সালে সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত ‘পরিচয়’ পত্রিকায় তার প্রথম কবিতা ছাপা হয়।

১৯৩৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ত্রিশঙ্কু প্রকাশিত হয়। ১৯৪২ সালে একচক্ষু, ১৯৪২ সালে ছায়া সহচর, ১৯৪৮ সালে সেতুবন্ধ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে তিনি ইয়াসিন মিঞা নামে দীর্ঘদিন কবিতা লিখেছেন। তিনি সীমান্ত ও নিষ্পন্ন নামক দুটি পত্রিকা এবং অমৃত ও সত্যযুগ নামে দুটি সাময়িকীর সম্পাদনা করতেন। তার লেখা অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো—কৃষ্ণচূড়া, অন্যপথ, অতিদূর আলোর রেখা, সুখের মেলাই, অমিল থেকে মিলে, ভিয়েতনাম, লেনিন, নদী ঢেউ ঝিলমিল প্রভৃতি। মণীন্দ্র রায় জামায় রক্তের দাগ, নাটকের নাম ভীষ্ম, মাথায় জড়ানো জলপাই, পল্লব আমাকে বাঁচতে দাও, আমাকে জাগতে দাও প্রভৃতি অনেক নাটকও রচনা করেন। ১৯৯৩ সালে ‘সনেট সমগ্র’ গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন।

২০০০ সালের ২৮ আগস্ট তিনি মারা যান।