চট্টগ্রাম বন্দর কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহ্ফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দর কলেজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল ও ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল ৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকল ১০টায় শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিতালী পালিতের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক, বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। এতে আলোচনা পেশ করেন চট্টগ্রাম বন্দর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আকতার, পবিত্র মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটির আহ্বায়ক ও পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক মোহাম্মদ বেলাল উদ্দীন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক জাহেদুল হক পলাশ। আলোচনা শেষে কুরআন তিলাওয়াত, হামদ ও নাত এবং নির্ধারিত বিষয়ে লিখিত রচনা ৩টি ইভেন্টে গত ২ অক্টোবর ২০২৪ খ্রি. অনুষ্ঠিত ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান আলোচক প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, বিশ্বনবি হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন সফলতা ও মুক্তি সম্ভব। তাই রাসুলুল্লাহ (স.) এর জীবন ও কর্ম সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন প্রয়োজন। এ জ্ঞানকে নিজের জীবনে বাস্তবায়ন করে মহানবী (স.) এর আদর্শের আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তবেই একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ও এর মাধ্যমে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা কায়েম হবে। সবশেষে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাই স্কুল কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মো. তৈয়ব আলী মজিদী।