আলিসিয়া আমান্দা ভিকান্দার। একজন সুইডিশ অভিনেত্রী এবং নর্তকী। ভিকান্দার ১৯৮৮ সালের ৩ অক্টোবর সুইডেনের গথেনবার্গে জন্মগ্রহণ করেন। তার পিতা স্ভান্তে ভিকান্দার একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং মাতা মারিয়া ফাল ভিকান্দার একজন মঞ্চ অভিনেত্রী।

গথেনবার্গে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ভিকান্দার শিশু অভিনেত্রী হিসেবে দ্য গোটেনবোর্গ অপেরায় অভিনয় শুরু করেন এবং স্টকহোমের রয়্যাল সুইডিশ বেলে স্কুলে ও নিউ ইয়র্কের স্কুল অব আমেরিকান বেলেতে বেলে নৃত্যের তালিম নেন। তিনি সুইডিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তার অভিনয় কর্মজীবন শুরু করেন এবং ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রচারিত টিভি ধারাবাহিক আন্দ্রা আভেনিন-এ জোসেফিন চরিত্রে অভিনয় করে উত্তর ইউরোপে খ্যাতি অর্জন করেন।
ভিকান্দার লন্ডনে বসবাস করেন। ২০১৪ সালের শেষ দিকে তিনি মাইকেল ফাসবেন্ডারের সাথে সম্পর্কে জড়ান। ২০১৭ সালের ১৪ই অক্টোবর তিনি ফাসবেন্ডারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।











