ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

গাজার পর লেবাননে ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধে হিসেবে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর পরই প্রশ্ন ওঠেছে, ইরানের হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ইসরাইলের? যদিও এ বিষয়ে এখনও খুব বেশি তথ্য পাওয়া যায়নি।

বুধবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইসরাইল সরকার জানায়, মঙ্গলবারের (১ অক্টোবর) হামলায় ইরান ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে কিছু ‘হাইপারসনিক ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রও ছিল, যেগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ হাজার মাইল বলে ধারণা করা হচ্ছে।

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের মতে, তাদের ছোড়া ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরাইল অবশ্য বলছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দিয়েছে।

ইরানের হামলায় ইসরাইলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে অধিকৃত পশ্চিমতীরের এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ঠেকিয়ে দেয়া ইরানি একটি ক্ষেপণাস্ত্রের ছিটকেপড়া শার্পনেলে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেরিকোর গভর্নর হুসেইন হামায়েল।

তিনি বলেন, ‘আকাশ থেকে রকেটের টুকরো পড়ে জেরিকোতে একজন ফিলিস্তিনি শ্রমিক নিহত হয়েছেন।’

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স ওই ব্যক্তিকে সামেহ খাদের আল-আসালি (৩৮) বলে শনাক্ত করেছে।

এদিকে, ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র অল্প কিছু জায়গায় আঘাত হেনেছে। এছাড়া, সামরিক বাহিনী কেন্দ্রীয় শহর গাদেরার একটি স্কুলের ভিডিও প্রকাশ করেছে। স্কুলটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।