শুভ জন্মদিন জেমস

জেমস। পুরো নাম ফারুক মাহফুজ আনাম। একজন বাংলাদেশী গায়ক-গীতিকার, গিটারিস্ট এবং সুরকার, যিনি একজন প্লেব্যাক গায়ক হিসেবেও পরিচিত । তিনি ১৯৬৪ সালের ২রা অক্টোবর রাজশাহীর নওগাঁয় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত রক ব্যান্ড “নগর বাউল” (পূর্বে ফিলিংস ) এর প্রধান গায়ক, গীতিকার এবং গিটারিস্ট।

জেমস 1990-এর দশকে ফিলিংস-এর ফ্রন্টম্যান হিসাবে মূলধারার খ্যাতি অর্জন করেন, যেটি “রকের বিগ থ্রি” এর মধ্যে একটি, যারা এলআরবি এবং আর্কের সাথে বাংলাদেশে হার্ড রক সঙ্গীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য দায়ী । জেমস সাইকেডেলিক রক, রক এবং ব্লুজ সঙ্গীত গেয়েছেন। কবি শামসুর রাহমান, প্রিন্স মাহমুদ, মারজুক রাসেল, শিবলী এবং দেহলোভী সহ অনেক গীতিকার জেমসের জন্য গান লিখেছেন। লাকী আখন্দ ও মানাম আহমেদের মতো সুরকাররাও তার জন্য গান করেছেন। বলিউডের সিনেমায় কয়েকটি গানেও অভিনয় করেছেন তিনি।

তার অ্যালবাম ও একক গানের মধ্যে উল্লেখযোগ্য :
স্টুডিও অ্যালবাম:
*স্টেশন রোড
*জেলে থেকে বলি
*নগর বাউল
*দুষ্টু চেলার দোল
একক শিল্পী হিসেবে গান/অ্যালবাম:
*পলাবে কথাই
*দুখিনি দুঃখ করোনা
*ঠিক আছে বন্ধু
*আমি তোমাদের ই লোক
*কাল যমুনা
*ভিগি ভিগি
*চল চালেইন
*রিশতে, আলবিদা (রিপ্রাইজ)
আজকের এ আনন্দঘন দিনে তাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা।