কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ের রাষ্ট্রায়ত্ব চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের(কেপিএম) নতুন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শহীদ উল্লাহ।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি উক্ত কারখানায় যোগদান করেন। এরআগে তিনি চট্টগ্রামস্থ আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া সিইউএফএলের অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (বন) এর দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এদিকে, নতুন যোগদানকৃত কেপিএমের ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান কেপিএমের মহাব্যবস্থাপক (উৎপাদন) মঈদুল ইসলাম, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহামুদ, সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার সহ মিলের বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধানগণ।