পরাজিত শক্তিরাই পাহাড়ে সম্প্রীতি বিনষ্টে উস্কানি দিচ্ছে এবং অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
রাঙ্গামাটির বনরূপায় শুক্রবারের সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বিএনপির নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ বনরূপার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মানুষের সাথে কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে নেতৃবৃন্দ বলেন, বিএনপি সাস্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য বিএনপির পক্ষ থেকে রাঙ্গামাটির ১০ উপজেলায় সম্প্রীতি সমাবেশ করা হবে।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, জেলা কৃষক দলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু, সদর থানা বিএনপির সভাপতি মো: মুজিবুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা জাসাসের সভাপতি মো: কামাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।