ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদল। সেইসঙ্গে দোষীদের গ্রেফতারের পর বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শিক্ষার্থী পরিচয়ে মব জাস্টিস বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ঢাবির ঘটনায় হামলাকারীরা সবাই ফজলুল হক হলের শিক্ষার্থী। হল প্রশাসনের ব্যর্থতায় এমন দুঃখজনক ঘটনা ঘটেছে।’
অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে রাকিব বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশের অভাবে ক্যাম্পাসগুলোতে মব কালচার তৈরি হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মহল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে। তারাই ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।’
জানা যায়, রাত ১০টার দিকে তোফাজ্জল নামে এক যুবককে চোর সন্দেহে আটক করে ঢাবির ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এরপর তাকে কয়েক দফা পেটানো হয়। রাতে হলের ক্যানটিনে বসিয়ে তাকে ভাতও খাওয়ানো হয়। এরপর আবারও মারধর করা হয় তাকে।
ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। এর পরপরই লাশ রেখে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে যে যার মতো চলে যান।
অন্যদিকে, বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা গণপিটুনির শিকার হন। পরে রাত ১২টার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।