চট্টগ্রামে পিতা হত্যা: মামলা আসামী দুই ছেলে রিমাণ্ডে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যা মামলার আসামি দুই ছেলে নিজাম ও মিজানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলকার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েব দেবের এ আদেশ মঞ্জুর করেন। এর আগে গত বুধবার রাতে প্রবাসী দুই ছেলে নিজাম ও মিজান নিজ বাড়িতে তাঁর বাবা নুরুল হক (৬৫) কে কুপিয়ে হত্যা করেন।

এর পরের দিন ভোরে ও সকালে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর থেকে দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। নিহত বাবা ও গ্রেপ্তার দুই ছেলে উপজেলার বড়উঠান ইউনিয়ন (৫ নম্বর ওয়ার্ড) আবদুর রহমান প্রকাশ গোয়ালের বাড়ির বাসিন্দা। দুই ছেলের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন (অতিরিক্ত উপ পুলিশ কমিশনার) এডিসি মফিজ উদ্দিন।

গত বুধবার রাত ৮ টার দিকে নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে দুই ভাতিজা ও ভিকটিমের স্ত্রীকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় দুই ছেলেকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে আবেদন করলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।