শফিউল আলম,রাউজান ঃ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর সর্তা দায়রা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর সর্তা দায়রা শাখার ( কোড ০০১) বার্ষিক কাউন্সিল ২৪ এর প্রথম অধিবেশন গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদে এশা শাখার সম্মানিত সভাপতি জনাব ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ক জোনের সমন্বয়ক জনাব আনিস উল খাঁন বাবর সাহেব, জনাব মোহাম্মদ আলী সাহেব, জনাব মিনহাজুল আবেদিন সাহেব, গহিরা ৩নং ওয়ার্ড শাখার সাবেক কর্মকর্তা জনাব তৌহিদুল আলম। শাখার উপদেষ্টা, কার্যকরী পর্ষদের কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
অধিবেশনে প্রতিবেদন পাঠ করেন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জিয়াউল করিম বক্তব্য রাখেন শাখার সম্মানিত সভাপতি ও অধিবেশনের সভাপতি জনাব ফরিদুল আলম বক্তব্য শেষে সভাপতি সাহেব বর্তমান পরিষদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
পরে রাউজান উপজেলা ক জোনের সম্মানিত সমন্বয়ক জনাব মিনহাজুল আবেদিন সাহেবের সঞ্চালনায় জনাব আনিস উল খাঁন বাবর সাহেব সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন বক্তব্য রাখেন রাউজান উপজেলা ক জোনের সম্মানিত সমন্বয়ক জনাব মোহাম্মদ আলী সাহেব ও অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আনিস উল খাঁন বাবর সাহেব। অধিবেশনে উপস্থিত সকলের সর্ব সম্মতি ক্রমে জনাব সাহাবুদ্দীনকে সভাপতি ও জনাব জিয়াউল করিমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।