প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণ

কুতুবদিয়ায় দূর্যোগ সহনীয় ৩০টি বাসগৃহ নির্মাণ কাজ সমাপ্ত
কুতুবদিয়া প্রতিনিধি::
ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রণালয়ের টিআর কাবিখার আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পে প্রধানমন্ত্রীর অঙ্গিকার পূরণে কুতুবদিয়া দ্বীপের ৬ ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছর গৃহহীন ৩০ পরিবারে ঘর নির্মাণ করে যাচ্ছে। এ বাসগৃহ নির্মাণ প্রকল্পের মধ্যে ৩০টি বাসগৃহের নির্মাণ কাজ শেষ হয়েছে।
কুতুবদিয়া উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে উত্তর ধুরুং ইউনিয়নে ৭টি,দক্ষিণ ধুরুং ইউনিয়নে ৪টি,লেমশীখালী ইউনিয়নে ৩টি,কৈয়ারবিল ইউনিয়নে ৩টি, বড়ঘোপ ইউনিয়নে ৮টি, আলী আকবর ডেইল ইউনিয়নে ৫টিসহ মোট ৩০টি দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মানের জন্য বরাদ্দ পাওয়া গেছে। এ প্রকল্পের প্রতিটি গৃহের ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৯৯ হাজার ৪শ টাকা।
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাশের সাথে কথা হলে তিনি জানান, ২০১৯-২০২০ অর্থবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়ন কল্পে গরীব দুঃখী গৃহহীন মানুষের বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় কুতুবদিয়া দ্বীপের ৬ ইউনিয়নে ৩০টি দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের মধ্যে ৩০টি ঘর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।
কেবল বড়ঘোপ ইউনিয়নের ৫টি বাসগৃহ নির্মাণের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। করোনা ভাইরাসের জন্য আপাতত কাজ বন্ধ রয়েছে। দূর্যোগ সহনীয় নির্মিত বাসগৃহের মধ্যে ২৫টি গৃহ প্রত্যেককে বুঝিয়ে দেয়া হয়েছে। বর্তমানে তারা ঐ সব গৃহে বসবাস করছে। এদের মধ্যে ইউএনও মোঃ জিয়াউল হক মীরের সহায়তায় মৃত মুক্তিযোদ্ধা কমান্ডর মোজাফ্ফর আহমেদ মরনোত্তর গৃহহীন পরিবার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ায় স্ত্রী মর্তুজা বেগমের নামে ও দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়েছেন।