চবিতে উপাচার্য নিয়োগে ২ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগের দাবিতে ২ দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা- ‘ভিসি ভিসি ভিসি চাই, নিরপেক্ষ ভিসি চাই,’ ‘দলকানা ভিসি না, আর না আর না,’ ‘দাবি মোদের একটাই নিরপেক্ষ ভিসি চাই,’ ‘যদি চাই শক্ত চবি, নিরপেক্ষ ভিসি দাবি’ ইত্যাদি স্লোগান দেয়।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ রাশেদ আহমেদ বলেন, স্বৈরাচারের পতনের পর স্বৈরাচারের দোসর যে উপাচার্যের প্রত্যক্ষ মদদে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করেছে আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য করেছি। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দিক। আমরা দুই দিনের আল্টিমেটাম দিচ্ছি। যদি এই দুই দিনের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া না হয় আমরা কঠোর আন্দোলনে যাবো।