বোয়ালখালীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ভাড়া বাসা থেকে রোজী আক্তার (২৭) নামের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকার একটি ভবনের ৪র্থ তলায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রোজী আক্তার পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সবুর মার্কেট এলাকার মহিবুল আবছারের স্ত্রী।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, ভাড়া বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রোজী আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।