মুগ্ধর আত্মার মাগফিরাত কামনায় খুবিতে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎবরণকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর আত্মার মাগফিরাত কামনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুগ্ধর বাবা, চাচা, মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান ও যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।

প্রসঙ্গত, আগামী ৮ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৩টায় মীর মুগ্ধ স্মরণে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।