মেসি-ডি মারিয়াবিহীন আর্জেন্টিনার জয়

ডান পায়ের গোড়ালির ইনজুরির কারণে স্কোয়াডে নেই দলের প্রাণভোমরা লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রায় ১১ বছর পর দুই তারকা ফুটবলারকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা।

ঘরের মাঠে পাওলো দিবালা-হুলিয়ান আলভারেজদের পারফরম্যান্সে দুই মহাতারকার অনুপস্থিতি বুঝতে পারেনি বর্তমান বিশ্ব ও কোপাজয়ীরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।