ফলো অন এড়ানোর স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্ট ফরম্যাটকে বলা হয় ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট। যেখানে ব্যাটারদের দিতে হয় ধৈর্যের পরীক্ষা। সেই পরীক্ষায় ফের ব্যর্থ হলেন সাকিব-মুশফিকরা। বোলিংয়ের পর রাওয়ালপিন্ডিতে ব্যাট হাতে দাপট দেখানোর সুযোগ থাকলেও হতাশ করেছেন ব্যাটাররা। সবমিলিয়ে প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে সফরকারীরা।

আজ রোববার (১ সেপ্টেম্বর) মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭৫ রান তোলে বাংলাদেশ। ক্রিজে আছেন দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। মিরাজ ৩৩ ও লিটন ১৩ রানে অপরাজিত আছেন। এখনও ১৯৯ রানে পিছিয়ে বাংলাদেশ।

দিনের শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার জাকির হাসান। ১৬ বলে মাত্র ১ রান করেন তিনি। এরপর দলীয় ১৯ রানের মাথায় ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ২৩ বলে ১০ রান করেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পারেননি আস্থার প্রতিদান দিতে।

৬ বলে ৪ রান করেন তিনি। শান্তর পর বিপদ বাড়িয়ে ফেরেন মুশফিক। গত টেস্টে দারুণ ব্যাটিং করলেও এই টেস্টে পারেননি নিজের নামের প্রতি সুবিচার করতে। ৯ বলে মাত্র ৩ রান আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। মুশফিকের পর ফেরেন আরেক অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান। ১০ বলে ২ রান আসে তার ব্যাট থেকে। ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলার পর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে মান রক্ষা পেয়েছে বাংলাদেশের। টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা কেটেছে। সেই সঙ্গে দুজন মিলে দলকে সম্মানজনক সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছে।