লোহাগাড়ায় মোটরসাইকেল-টেক্সির সংঘর্ষ, এক যুবক নিহত

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় মোটরসাইকেলে সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে মো. জিহান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সিকদার দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মো. রাজিম (১৮) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

নিহত জিহান লোহাগাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দরবেশহাট সওদাগর পাড়ার আনু সওদাগরের ছেলে। আহত রাজিম আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সুন্নিয়া পাড়ার নুরুল আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মোটরসাইকেলের সঙ্গে অভ্যন্তরীণ সড়ক থেকে দ্রুতগতির সিএনজিচালিত টেক্সি মহাসড়কে উঠলে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জামশেদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরতর আহত দুজনকে হাসপাতালে আনে স্থানীয়রা। এরমধ্যে একজন নিহত হয়েছেন। গুরতর আহত অন্যজনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’