জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

আজ সোমবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি বলেন, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, জন্মাষ্টমী উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।