রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম চারদিন দেখে কে ভেবেছিল শেষ দিনের জন্য এত রোমাঞ্চ অপেক্ষা করছে। ৯৪ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিনে খেলতে নেমেছিল পাকিস্তান। তবে, প্রথম সেশনেই দলটি হারিয়ে বসে পাঁচ উইকেট। যার ফলে বাকি দুই সেশনে বাংলাদেশকে বড় সংগ্রহ ছুঁড়ে দেওয়াই রিজওয়ানদের জন্য বড় চ্যালেঞ্জ।
আজ রোববার (২৫ আগস্ট) মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৮ রান তুলেছে পাকিস্তান। এখনও পিছিয়ে ৯ রানে। উইকেটে আছেন রিজওয়ান ও আফ্রিদি। রিজওয়ান ২২ ও আফ্রিদি ১ রানে ক্রিজে আছেন।
এর আগে, দিনের শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলেন হাসান মাহমুদ। দিনের দ্বিতীয় ওভারেই শান মাসুদকে ফেরান হাসান। ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে ক্যাচ আউট এর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক শান্ত। পরবর্তীতে দেখা যায় বল ব্যাট লেগেছে। ৩৭ বলে ১৪ রান করে ফেরেন তিনি।
এরপর আক্রমণে আসেন পেসার নাহিদ রান। দলীয় ৬৬ রানের মাথায় নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফেরেন বাবর আজম। ৫০ বলে ২২ রান করে ফেরেন তিনি। নাহিদের পর বোলিং আক্রমণে এসেই দুই উইকেট নেন সাকিব আল হাসান। আর তার সঙ্গে যোগ দেন আরেক স্পিনার মেহেদী মিরাজ। সবমিলিয়ে বেশ চাপে পাকিস্তান। ম্যাচ বাঁচানো এখন বেশ কঠিন স্বাগতিকদের জন্য। তবে, জয়ের সুভাস পাচ্ছে বাংলাদেশ।